আজ || বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে ‘কল্যাণের শপথ সেবা সংঘ’র কমিটি গঠন       গোপালপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর     
 


সিরিয়ায় বিমান হামলায় নিহত ৯০

সিরিয়ায় সরকার বিরোধী বিদ্রোহীরা বলছে তাদের অধিকৃত এক শহরে সরকারি বিমান বাহিনীর আক্রমণে কমপক্ষে ৯০ ব্যক্তি নিহত হয়েছে।

ঐ বিমান হামলার সময় মানুষজন একটি বেকারির সামনে রুটির জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল।

সিরিয়ায় সরকার বিরোধী বিদ্রোহীরা বলছে তাদের অধিকৃত এক শহরে সরকারি বিমান বাহিনীর আক্রমণে কমপক্ষে ৯০ ব্যক্তি নিহত হয়েছে।

ঐ বিমান হামলার সময় মানুষজন একটি বেকারির সামনে রুটির জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল।

এ ঘটনায় প্রচুর মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেলেও নিরপেক্ষ সূত্রে নিহত বা আহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

হামা প্রদেশের হালফায়া এলাকায় এই হামলার ঘটনার পর বিদ্রোহীরা একটি ভিডিও চিত্র ইন্টারনেটে দিয়েছে যাতে রাস্তায় বিচ্ছিন্ন দেহের অংশ, মৃতদেহ ও ধ্বংসপ্রাপ্ত ভবন দেখা যাচ্ছে। ঘটনার পর পর স্থানীয় জনগণকে দৌড়ে গিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে।

সিরিয়ার মধ্যাঞ্চলের হামা প্রদেশের হালফায়া এলাকাটি সম্প্রতি প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিদ্রোহীরা নিজেদের দখলে নেয়।

এখানকার বিদ্রোহীরা বলছে ভয়াবহ এই বিমান হামলায় ৯০ জনের মৃত্যুর খবর তারা নিশ্চিত করছে যা চলমান গৃহযুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলার অন্যতম।

জাতিসংঘ ও আরব লীগের সিরিয়া বিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমি দেশটির সংকট কাটাতে আলোচনা করতে আজ দামেস্কে এসে পৌঁছানোর পর পরই এই হামলার ঘটনা ঘটল।

তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সর্বশেষ খবরে বলা হচ্ছে সশস্ত্র সন্ত্রাসীরা হালফায়া শহরে মানুষের বিরুদ্ধে অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে এবং নারী ও শিশুরা তাদের হামলার শিকার হচ্ছে। এতে আরও বলা হয়, সন্ত্রাসীরা হামলা করে এর দায় সিরীয় সেনা বাহিনীর ওপর চাপাচ্ছে যখন জাতিসংঘের দূত লাখদার ব্রাহিমি সিরিয়া সফরে রয়েছেন।

অবশ্য টেলিভিশনে কি ধরনের হামলা হয়েছে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি।

গত ২১ মাস ধরে বিদ্রোহীরা প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং বিদ্রোহীদের দাবী এ যাবত এই যুদ্ধে ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। [সুত্রঃ বিবিসি]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!