আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


সরকারি ৭ ব্যাংকে ৩১ জন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার

সরকারি ৭ ব্যাংকে ৩১ জন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ পাওয়া পরিচালকদের মধ্যে সাবেক সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী রয়েছেন। বৃহস্পতিবার রাতে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে। সোনালী, অগ্রণী, জনতা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে (বিডিবিএল), কৃষিব্যাংক, বেসিক ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ মোট ৭টি ব্যাংকে এ নিয়োগ দেওয়া হয়।

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে আটজন, জনতা ব্যাংকে পাঁচজন, অগ্রণী ব্যাংকে আটজন, বিডিবিএল এ পাঁচজন, বেসিক ব্যাংকে দু’জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) দু’জন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

৩১ জনকে নিয়োগ দেওয়া হলেও রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর পর্ষদে পদ শূন্য ৪৬টি। বাকিদের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সোনালী ব্যাংক- মো. নজিবর রহমান, শেখর দত্ত, মিসেস সেলিমা আহমদ, মো. মাহবুব হোসেন, সাহেব আলী মৃধা, কাজী তরিকুল ইসলাম, মো. এনামুল হক চৌধুরী, ড. জায়েদ বখতকে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জনতা ব্যাংক- নাগিবুল ইসলাম দীপু, ড. রমণী মোহন দেবনাথ, সৈয়দ বজলুল করিম, অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন, মো. আবু নাসের কে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

অগ্রণী ব্যাংক- প্রকৌশলী আবদুস সবুর, নিয়াজ রহীম, বলরাম পোদ্দার, ডা. এম এ রউফ সরদার, শামীম আহসান, মো. আলতাফ হোসেন মোল্লা, এবিএম কামরুল ইসলাম, হাসিনা নেওয়াজকে পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হয়েছে।

বেসিক ব্যাংক-একেএম রেজাউর রহমান, একেএম কামরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ডেভোলপমেন্ট ব্যাংক লিমিটেডে (বিডিবিএল) দেওয়ান নূরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। কাজী মোর্শেদ হোসেন কামাল, অ্যাডভোকেট মো. আবদুস সালাম, ড. রুস্তম আলী আহমেদ, সৈয়দ পিয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ কৃষি ব্যাংকে (দ্বিতীয় সংশোধনী) অর্ডার, ১৯৮৩ এর ৭(১)(ডি) ধারায় মশিউর রহমান (হুমায়ুন) কে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে অধ্যাপক ড. মদন মোহন দে এবং অধ্যাপক মো. এবায়দুর রহমান প্রামাণিককে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!