কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যমুনা নদীতীর সংলগ্ন নলিন বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথমে বাজারের একটি কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে গিয়ে বাজারের ৫টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোপালপুর ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩