খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরমপন্থী নেতা মৃণালের সহযোগী কর্তৃক নিরাপত্তা প্রহরীদের মারধর ও তাদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় নিরাপত্তা প্রহরী শেখ আলমগীর ও শেখ নুরুল ইসলাম প্রাণে বেঁচে গেছেন।
শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) নাজিমউদ্দিন বাবু মদ্যপ অবস্থায় এ ঘটনা ঘটিয়েছেন। বাবু সম্প্রতি নিহত চরমপন্থী নেতা মৃণালের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে।
রোববার সকালে নিরাপত্তা প্রহরী শেখ আলমগীর ও শেখ নুরুল ইসলাম ঘটনার বিস্তারিত উল্লেখ করে এবং জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করেছেন।
এদিকে, নিরাপত্তা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) কর্তৃক প্রহরীদের মারধর ও গুলিবর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা অবিলম্বে নিরাপত্তা তত্ত্বাবধায়ক নাজিমউদ্দিন বাবুকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।