আপনাকে সর্প দংশন করলে কি করবেন?
** অনুগ্রহপূর্বক ভয় পাবেন না। বেশীরভাগ সাপ অবিষধর।
** দংশিত অঙ্গ (হাত কিংবা পা) বিশ্রামে রাখুন। পায়ে দংশন করলে বসে পড়ুন, হাঁটবেন না।
** হাতে দংশন করলে হাত নাড়াচাড়া করবেন না।
** হাড় ভাঙ্গলে যেভাবে কাঠ-ব্যান্ডেজ দিয়ে স্প্লিন্ট (Splint) করে ঐভাবে ব্যবস্থা নিন।
** দংশিত অঙ্গে গিঁট দিবেন না।
** সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের পরামর্শ নিন, মটরবাইক/এ্যাম্বুলেন্স এর সাহায্য নিন।
** দংশিত স্থানে কাটবেন না, সুঁই ফুটাবেন না, কিংবা কোন রকম প্রলেপ লাগাবেন না।
** ওঝা বা বৈদ্য দিয়ে চিকিৎসা করে কিংবা ঝাড়-ফুঁক করে অযথা সময় নষ্ট করবেন না।
সর্প দংশন কিভাবে এড়ানো যায়?
** বাড়ীর চার পাশ পরিস্কার রাখুন। শোয়ার ঘরের সাথে খাবার সামগ্রী যেমন ধান-চাল, হাঁস-মুরগী, কবুতর না রাখা উত্তম।
** খাটের উপর মশারী ব্যবহার করে ঘুমাবেন, মেঝেতে ঘুমাবেন না। রাতের বেলায় মাচায় শোয়ার ব্যাপারেও বিশেষ সাবধানতা অবলম্বন করুন।
** ঘাসের মধ্যে কিংবা ঝোপ-ঝাড়ের ভিতর খুব সাবধানে হাঁটুন ও লম্বা জুতো কিংবা বুট জুতো পড়ুন।
** রাতে বের হলে আলো-লাঠিসহ বিশেষ সাবধানতা অবলম্বন করুন।
** গর্তের মধ্যেও হাত কিংবা পা দিবেন না ও স্তুপকৃত লাকড়ি অথবা খড় খুব সাবধানে নাড়াচাড়া করুন।
** মাছ ধরার সময় ‘চাঁই’ বা জালের মধ্যে হাত দেওয়ার আগে সাপ আছে কিনা দেখে নিন।
এছাড়াও-
** অন্ধকার স্থানে টর্চলাইট ব্যবহার করুন।
** মাটিতে শোয়া পরিহার করুণ।
** শোবার সময় হাতের কাছে লাঠি রাখুন।
তথ্যসূত্র : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩