গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুরে অভিযান চালিয়ে সাত লিটার চোলাই মদ ও দুই নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গোপালপুর পৌরশহরের নন্দনপুর এলাকার মাহবুব হোসাইন মনু, সওদাগরপাড়ার মৃত খোকা মিয়ার পূত্র বাসচালক লিটন খান, সুন্দর গ্রামের হাসমত আলী এবং মধুপুর উপজেলার চারালজানি গ্রামের প্রীতি কর্মকার ও লিলি আক্তার সোমা।
এসআই আখতারুজ্জামান সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার গভীর রাতে থানা অফিসার ইনচার্জের নির্দেশক্রমে, গোপালপুর বাসস্ট্যান্ড এলাকার সুইডেন প্রবাসী মাহবুব হোসাইন মনুর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে সাত লিটার দেশীয় মদ ও মদপানে প্রস্তুতি নেয়া দুই নারীসহ ৫ জনকে আটক করে থানা পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে ওসি মুস্তাফিজুর রহমান জানান, বসত বাড়িতে অবৈধভাবে মদপানের আড্ডা, বিক্রয় ও এলাকায় মাদকের বিস্তার ঘটানোয় ৫ অপরাধীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় গোপালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩