আজ || বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন       গোপালপুরে বিলুপ্তপ্রায় হেমনগরের গোয়ালবাড়ি খাল       গোপালপুরে যমুনার চরাঞ্চল ঘিরে সম্ভাবনার দুয়ার    
 


১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে সাংবাদিকরা

সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুনের বিচার দাবিতে আগামী ১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এবং ২০ জানুয়ারি ঢাকায় সাংবাদিক সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছেন সাংবাদিক নেতারা।

রোববার দিনব্যাপী অনশন কর্মসূচি থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল পৌনে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অনশন কর্মসূচি পালিত হয়।

বিকেলে অনশন কর্মসূচি থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুনের বিচার দাবিতে আগামী ১ জানুয়ারি সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এবং ২০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশের সাংবাদিকদের অংশগ্রহণে মহাসমাবেশ করা হবে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে এ কর্মসূচিতে সমর্থন দেয় জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উভয় অংশের নেতারা।

সভাপতির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আগামী ২০ জানুয়ারির মধ্যে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে। কিন্তু সাগর-রুনির রক্তের ওপর দাঁড়িয়ে এই খুনের বিচারে গোটা সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। তাই শত চেষ্টা করেও এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা সম্ভব হবে না।’

দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনে সকল সাংবাদিকদের প্রতিও আহবান জানান ইকবাল সোবহান চৌধুরী।

অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আরেক অংশের সভাপতি রুহুল আমিন গাজী স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি তো মোবাইল ট্রাকিং করে সারা দেশে গ্রেপ্তার অভিযান চালাচ্ছেন। সাগর-রুনি খুনিদের ধরতে আপনার মোবাইল ট্রাকিং কোথায় গেল?’

তিনি বলেন, কোন সাংবাদিক হত্যা করে, পত্রিকা বন্ধ করে অতীতে কেউ পার পায়নি। আর ভবিষ্যতেও কেউ পার পাবে না।

খবর ছাপলেই গোষ্ঠীশুদ্ধ গুলি করে প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধিকে হত্যার বিষযে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের হুমকির নিন্দা জানিয়ে রুহুল আমিন হাজী বলেন, ‘বিগত বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে আপনি দেশ ছেড়ে পালিয়েছিলেন। এ সরকারের আমলে এসে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন। আপনার এ ধরনের আচরণ সবাই বরদাস্ত করলেও সাংবাদিকরা করবে না।’

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘আগামী কর্মসূচি পালনই হবে আমাদের শেষ কর্মসূচি। এরপরও হত্যাকাণ্ডের প্রকৃত খুনি গ্রেপ্তার না হলে এ সরকারের ব্যর্থতার জবাবে নতুন আন্দোলন শুরু করব।’

এছাড়া বিএফইউজে মহাসচিব আব্দুল জলিল ভ্ইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি খায়রুল বাশার, সাধারণ সম্পাদক বাকের হোসেন (একাংশ), শাবান মাহমুদ (অপর অংশ), ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, নবনির্বাচিত সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজোয়ানুল হক প্রমুখ বক্তব্য দেন।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজেদের ভাড়া বাসার শয়নকক্ষে খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ রিপোর্টার মেহেরুন রুনি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!