নিউজ ডেক্স ।। গোপালপুর বার্তা :
আগামী ৩১ মার্চ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ব্যবস্থায় বিশেষ নজরদারী, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, মাদক, সন্ত্রাস এবং বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ে উপজেলা আইন-শৃংখলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।
আলোচনায় অংশ নেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো. আব্দুল লতিফ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, গোপালপুর সরকারি কলেজের ভাইসপ্রিন্সিপাল অধ্যাপক মানিকুজ্জামান, উপজেলা ক্রীড়া সম্পাদক তোরাপ আলী শিকদার, বাস মালিক সমিতির সভাপতি রহমাতুল কিবরিয়া বেলাল, নন্দনপুর রাধারাণী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার প্রমূখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩