শনিবার রাত ১০:৪৩ মিনিটে সারাদেশে ভুমিকম্প অনুভুত হয়।ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, রাঙামাটি, বান্দরবন, গাজীপুর ও নারায়ণগঞ্জে এ ভূ-কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অফিস থেকে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা জানান বাংলাদেশটাইমসকে জানিয়েছে বাংলাদেশে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিলো রাজধানীর আগারগাঁও আবহাওয়া কেন্দ্র থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণপূর্বে মায়ানমারের মনোয়াতে।
ভূমিকম্পের কেন্দ্রস্থলে এর গভীরতা ছিলো ১২৬.৬ কি.মি.।
প্রায় ৫২ কি.মি এলাকা জুড়ে এ ভূমিকম্প অনুভূত হয়েছে
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, রাঙামাটি, বান্দরবন, গাজীপুর থেকে আমাদের প্রতিনিধি প্রচণ্ড কাঁপুনির কথা জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল থেকে ছাত্ররা ভয়ে রাস্তায় নেমে আসে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আতঙ্কিত হয়ে হল ছেড়ে রাস্তায় নেমে আসে।
চট্টগ্রাম ইপিজেড এলাকায় বাসা থেকে দ্রুত নেমে আসতে গিয়ে একজন আহত।
ক্ষয় ক্ষতি সম্পর্কে বিস্তারিত আসছে।