ডেক্স নিউজ ।। গোপালপুর বার্তা :
আগামী ৩১ মার্চ (রোববার) চতুর্থ ধাপে টাঙ্গাইলের ১২টি উপজেলা মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল, কালিহাতী, টাঙ্গাইল সদর, নাগরপুর, বাসাইল, সখীপুর, দেলদুয়ার ও মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
সচিব জানান, চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ, যাচাই বাছাই ৬ মার্চ, প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ১৬টি সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৬ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায় ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ১২৭ উপজেলায় এবং চতুর্থ ধাপে ৩১ মার্চ ১১২ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া পঞ্চম ধাপে বাকি উপজেলাগুলোতে ১৮ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩