কে এম মিঠু, গোপালপুর :
পরিবেশবান্ধব বিদ্যালয় গড়ার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবের নির্দেশনানুযায়ি প্রতি বৃহস্পতিবার স্কুলের প্রধানশিক্ষকসহ শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে নিজ বিদ্যালয় পরিস্কার-পরিচ্ছন্ন করার অভিযান সারাদেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরের বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানেও শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌরশহরে সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম রুমি, থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন, ওসি (তদন্ত) শফিকুল আলম, সহকারি শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ রোকনুজ্জামান, হুমায়ুন কবির, মোহাম্মদ শফিকুল ইসলাম ও প্রধান শিক্ষক আজিজুন নাহার আকলিমা প্রমূখ।
অপরদিকে পৌরশহরের ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া খাতুন স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে নিজ বিদ্যালয় পরিস্কার-পরিচ্ছন্ন করে এ কার্যক্রমের অভিযান শুরু করেন।
উল্লেখ্য, গত সোমবার মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা এক পরিপত্র জারি করেছে। এতে বলা হয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ (এসডিজি) অর্জনের লক্ষ্যে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত শিক্ষা কার্যক্রমের আওতায় পরিস্কার-পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলতে নির্দেশনায় একগুচ্ছ সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারের নির্দেশনা পালনে ব্যর্থ হলে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রছাত্রীদের ও শ্রেণিকক্ষের পরিচ্ছন্নতা নিশ্চিতের জন্য পরিচ্ছন্ন ব্যাগ, টিফিনবক্স ও পানির পাত্র ব্যবহারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন শিক্ষকরা। শ্রেণিকক্ষের সামনে ময়লা-আবর্জনার বিন রাখা ও ক্লাসরুমের চেয়ার-টেবিল-ব্ল্যাকবোর্ড পরিস্কার রাখতে হবে। প্রতিটি বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। ছেলে ও মেয়ের জন্য পৃথক ওয়াশব্লকের ব্যবস্থা করতে হবে। পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে একাধিক মনিটরিং টিম থাকবে। খেলার মাঠ পরিস্কার ও খেলাধুলার উপযোগী রাখতে হবে। বিদ্যালয়ের দেয়ালে নীতিবাক্য ছাড়া অন্য দেয়াল লিখন বন্ধ করতে হবে। স্থান থাকা সাপেক্ষে মৌসুমি ফুলের বাগান করতে হবে। এ ছাড়া অভিভাবক সমাবেশ করে পরিস্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আলোচনার আয়োজন করবে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩