কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় ভোট ব্যাংক হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী ডুবাইলে ‘৬নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগ’ এবং ‘ডুবাইল আদর্শ যুব সমিতি’ কার্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
২১ জানুয়ারি সোমবার বিকালে ডুবাইল বাজার সংলগ্ন ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ডুবাইল অাদর্শ যুব সমিতির নিজস্ব জমিতে এ দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বাংলাদেশ আওয়ামীলীগের নিজস্ব কার্যালয় হিসেবে এই ভবনের ভিত্তিপ্রস্তরই তার প্রথম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. জুব্বার সরকার, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান শিকদার, প্রভাষক নুরনবী বালাম, সাংবাদিক কে এম মিঠু, ৬নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ সিদ্দিকী, কাউন্সিলর মো. আব্দুস সোবহান, সমাজসেবক মো. বেলায়েত হোসেন, আওয়ামীলীগ নেতা মানিক হাসান মিলু, বিশিষ্ট ব্যবসায়ী মো. সোহেল রানা, যুবলীগ নেতা রাসেল কবির, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক ও ইকবাল হোসাইন প্রমূখ।
পরে ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের ধর্মিয় শিক্ষক মো. নাজমুল হুসাইনের দোয়া ও মোনাজাত পরিচালনা শেষে মিষ্টি বিতরণ করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩