বাংলাদেশ দলের পাকিস্তান সফরের প্রতিবাদে চট্টগ্রামে মানবন্ধন করেছে চট্টগ্রাম অনলাইন এক্টিভিট ফোরাম নামের একটি সংগঠন।
শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
নুরুন্নবী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, সুমন চৌধুরী,নির্দয় মজুমদার, তওহীদুল আলম প্রমুখ।
মানবন্ধনে প্রায় ২ শতাধিক লোক অংশ গ্রহণ করে।
প্রসঙ্গত, জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা নিশ্চিত করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্ট জাকা আশরাফ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
মিডিয়ায় এ সংবাদ প্রকাশিত হলে এ মানবন্ধন করে সংগঠনটি।