কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সংসদীয় আসনের নবনির্বাচিত সাংসদ তানভীর হাসান ছোট মনিরকে সংবর্ধনা দিয়েছে গোপালপুর প্রেসক্লাব।
আজ শুক্রবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।
বক্তব্য রাখেন পৌর মেয়র রকিবুল হক ছানা, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকৌশলী কে এম গিয়াস উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ। এসময় প্রেসক্লাব অর্ন্তভুক্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩