আজ || রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে বেগম রোকেয়া দিবস পালনসহ জয়িতাদের সংবর্ধনা       গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন       গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন    
 


মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় জয়

মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় খেলাতেও জয় পেয়েছে বাংলাদেশ।  শুক্রবার গ্রুপ ‘বি’-র খেলায় নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।  ‘গুয়াংঝু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে’ টস জিতে সকালে নেপালকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। বাংলাদেশি বোলারদের আঁটোসাটো বোলিংয়ে ১৯ ওভার ৩ বলে ৪৫ রান করেই অলআউট হয়ে যায় নেপালের মেয়েরা।  দলের পক্ষে একমাত্র নারে থাপা (১২) পৌঁছান দুই অংকের ঘরে। আর দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান আসে অতিরিক্ত থেকে। বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ নিয়েছেন দুটি উইকেট।  জবাব দিতে নেমে দশ ওভার তিন বলেই জয় তুলে নেয় বাংলাদেশ। শারমিন আখতার সর্বোচ্চ ২১ রানে এবং রুমানা আহমেদ ৫ রানে অপরাজিত ছিলেন।  বুধবার প্রথম খেলায় স্বাগতিক চীনকে ৬ উইকেট হারিয়ে দারুণ সূচনা করে বাংলাদেশের মেয়েরা। ২৮ অক্টোবর পরের খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!