আজ || মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
 


মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় জয়

মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় খেলাতেও জয় পেয়েছে বাংলাদেশ।  শুক্রবার গ্রুপ ‘বি’-র খেলায় নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।  ‘গুয়াংঝু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে’ টস জিতে সকালে নেপালকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। বাংলাদেশি বোলারদের আঁটোসাটো বোলিংয়ে ১৯ ওভার ৩ বলে ৪৫ রান করেই অলআউট হয়ে যায় নেপালের মেয়েরা।  দলের পক্ষে একমাত্র নারে থাপা (১২) পৌঁছান দুই অংকের ঘরে। আর দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান আসে অতিরিক্ত থেকে। বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ নিয়েছেন দুটি উইকেট।  জবাব দিতে নেমে দশ ওভার তিন বলেই জয় তুলে নেয় বাংলাদেশ। শারমিন আখতার সর্বোচ্চ ২১ রানে এবং রুমানা আহমেদ ৫ রানে অপরাজিত ছিলেন।  বুধবার প্রথম খেলায় স্বাগতিক চীনকে ৬ উইকেট হারিয়ে দারুণ সূচনা করে বাংলাদেশের মেয়েরা। ২৮ অক্টোবর পরের খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!