আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


সুদানে গুলিতে জাতিসংঘের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি হেলিকপ্টার দক্ষিণ সুদানের বিদ্রোহ কবলিত রাজ্য জঙ্গলিতে দেশটির সেনাবাহিনীর গুলিতে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারের চার রুশ পাইলট নিহত হয়েছেন।

শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জাতিসংঘ ও দক্ষিণ সুদান সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

জাতিসংঘের এক সূত্র জানিয়েছে, বিদ্রোহীদের সঙ্গে দক্ষিণ সুদান সেনাবাহিনীর লড়াই চলছে এমন একটি এলাকায় তথ্য সংগ্রহে নিয়োজিত ছিল হেলিকপ্টারটি।

জাতিসংঘের পরিষ্কার নিশানা যুক্ত হেলিকপ্টারে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মহাসচিব বান কি মুন।

এক বিবৃতিতে, ঘটনার আশু তদন্ত দাবী করে দায়ীদের কাছে ব্যাখ্যা চাওয়ার জন্য সুদান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

দক্ষিন সুদানে এ ধরনের ঘটনার যেন পুনারাবৃত্তি না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন তিনি।

জাতিসংঘ হেলিকপ্টার গুলি করে বিধ্বস্ত করার কথা দক্ষিণ সুদান সেনাবাহিনী প্রথমে অস্বীকার করেছিল। কিন্তু পরে জাতিসংঘ হেলিকপ্টারে ‘ভুলবশত’ গুলি চালানোর কথা স্বীকার করে তারা।

সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ অ্যাগুয়েরো বলেছেন, ঘটনার জন্য আমরা দুঃখিত। আমরা সাদা একটি হেলিকপ্টারকে বিদ্রোহী এলাকায় অবতরণ করতে দেখি। ইউএনএমইএসএস কাছে জানতে চাই এই এলাকায় তাদের কোনো হেলিকপ্টার নেমেছে কিনা, কিন্তু তারা অস্বীকার করে।

২০১১ সালে সুদান ভেঙে দক্ষিণ সুদান তৈরি হওয়ার পর সেখানে ‘ইউএনএমইএসএস’ নামে পরিচিত জাতিসংঘ শান্তি রক্ষী মিশন বাহিনী মোতায়েন করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!