বার্মার রাখাইন রাজ্যে বৌদ্ধ এবং রোহিঙ্গা মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহতের সংখ্যা একদিনেই হঠাৎ করে বেড়ে দাড়িয়েছে ৫৬তে। বৃহস্পতিবার রাতে রাথা টাউঙ শহরে সহিংসতা শুরুর পর তা কায়ুক টো শহরেও ছড়িয়ে পড়ে। সেখানে সহিংসতার সময় নিরাপত্তা বাহিনী গুলি চালায়।
বার্মার কর্মকর্তারা জানিয়েছেন, সহিংসতার সময় এ পর্যন্ত শতশত বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। বুধবারও নিহতের সংখ্যা বলা হচ্ছিল চারজন। কিন্তু বৃহস্পতিবার দুটি শহরে কারফিউ জারীর পরও সহিংসতা থামানো যায়নি।