নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে আলমনগর বোর্ডবাজার এলাকায় জমিতে কাজ করার সময় ঝুলে থাকা বিদ্যুতের তার শরীরে লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেধাবী কলেজছাত্র আব্দুল বাছেদ ওই এলাকার হাবিবুর রহমানের একমাত্র ছেলে।
আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন জানান, নিহত আব্দুল বাছেদ লেখাপড়ার পাশাপাশি পিতার সাথে সংসারের সকল কাজে সহযোগিতা করত। বুধবার দুপুরে চকের ভেতর জমিতে ধানের আগাছা পরিষ্কার করার সময় ক্ষেতের উপর ঝুলে থাকা বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বিদ্যুৎপৃষ্টে তার শরীরের বিভিন্ন অংশ জ্বলসে যায়।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ী গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেন। এসময় নিহতের পরিবার ও গ্রামবাসীর অনুরোধে আইনীপ্রক্রিয়া শেষে বিকালে পুলিশ বিনাময়না তদন্তে লাশ দাফনের অনুমতি দেন। পরে তার মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।