নিজস্ব প্রতিবেদক :
গোপালপুরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গতকাল মঙ্গলবার গোপালপুর থানায় মামলা দায়ের হয়েছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, গত সোমবার রাতে নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামে ৭ বছরের ওই শিশুকে উঠানে একা পেয়ে পড়শি হিমাংশু হিমু (৫৫) ডেকে গো-শালায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির ডাকচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়।
মঙ্গলবার শিশুটিকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, শিশুটির বাবা বাদী হয়ে আজ গোপালপুর থানায় মামলা দায়ের করেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩