নিজস্ব প্রতিবেদক :
গোপালপুর উপজেলা পরিষদের হলরুমে আজ বুধবার জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি ব্র্যাক কর্মসূচীর আয়োজনে ‘নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ ও প্রতিকারে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের ভূমিকা’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘নারী নির্যাতন ও যৌন হয়রানীর বিরুদ্ধে প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ি প্রতিকার করি’ শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস’র সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, রওশন খান আইয়ুব, বিআরডিবি চেয়ারম্যান বাবুল আকন্দ, দি হাঙ্গার প্রজেক্ট এর প্রোগ্রাম অফিসার সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচীর টাঙ্গাইল জেলা ব্যবস্থাপক গোলাম জাকারিয়া, সেক্টর স্পোশালিস্ট আব্দুল বাতেন, উপজেলা ম্যানেজার জহিরুল আকন্দ, আরিফা আক্তার, পৌর কাজী মো. আউয়াল, সাংবাদিক কে এম মিঠু প্রমুখ।
এ সময় প্রেজেন্টশনের মাধ্যমে বিভিন্ন দিক নিয়ে তুলে ধরে আলোচনা করেন জিজেডি কর্মসূচীর কর্মকর্তরা।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩