মো. সেলিম হোসেন, গোপালপুর :
গোপালপুরে ভিএম কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেটের লায়ন ও টাইগার দলের ক্ষুদে ফুটবলারদের এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কেজি ওয়ান থেকে চতুর্থ শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের এ প্রীতি ম্যাচ উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক গোলাম রায়হান বাপন। খেলাটি পরিচালনা করেন রফিকুল ইসলাম রফিক। লায়ন দলের দলনেতা ছিলেন চতুর্থ শ্রেণির ফাহিম আল ফয়সাল ও টাইগার দলের হাসিবুল হাসান হিমু।
খেলায় টাইগার দল লায়ন দলকে ৩-০ গোলে পরাজিত করে জয়ের ট্রফি জিতে নেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩