কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)’র এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থ সচিব ও স্থানীয় সাংসদ খন্দকার আসাদুজ্জামান এমপি।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম, গোপালপুর সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, পৌর মেয়র রকিবুল হক ছানা, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদক সাজেদা বেগমসহ গোপালপুর-ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বক্তব্যে নেতারা বলেন, এই সংসদীয় আসনের সাংসদ খন্দকার আসাদুজ্জামান এমপি এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে তার সুযোগ্য সন্তান কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি) সাহেবকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রদান করতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান তালুকদার হিরার সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. মাহমুদুন নবী রঞ্জু।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩