কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, যুব উন্নয়ন অফিসার ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, হাদিরা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও ক্রীড়াবিদ তোরাপ আলী শিকদার, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার, সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শারীরিক শিক্ষা শিক্ষক গোলাম রায়হান বাপন প্রমূখ। পরে ধোপাকান্দি ইউনিয়ন দল হাদিরা ইউনিয়ন দলকে ২-০ গোলে পরাজিত করে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩