সংবিধানের মনোনয়ন,
আগামী সংসদ নির্বাচন।
অপেক্ষায় ভোটারগণ,
সুস্থ ভোট পরিবেশন।
সকল নেতার চরিত্র,
নির্বাচন এলেই পবিত্র।
ছেলে মেয়ে সকল ছাড়ি,
প্রার্থী ঘোরে বাড়ি বাড়ি।
গায় পাঞ্জাবী মাথায় টুপি,
ভোট প্রার্থনা চুপিচুপি।
কেউবা ভোটের আগের রাত,
হাতে চুম্বক, ধন্যবাদ।
গণতন্ত্রে বাঁধো আল,
মনোতন্ত্রের ছাড়ো হাল।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩