ঘুষ বন্ধ হয়ে গেছে বলেই পদ্মা সেতু নির্মাণ নিয়ে সরকারের এখন আর কোনো উৎসাহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আলাদা আলোচনা সভায় বিএনপি নেতারা আরো অভিযোগ করেন, এখন প্রকৃত অপরাধীদের আড়াল করার ষড়যন্ত্র করছে সরকারের এজেন্ট দুর্নীতি দমন কমিশন-দুদক।
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি নিয়ে দুদকের করা মামলার সমালোচনা করেন। তিনি বলেন, বিশ্বব্যাংক আর অর্থায়ন না করে এজন্যই প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে তারা মামলা করেছে।
বিএনপির এ নেতা বলেন, ‘উদ্দীপনার মুল কারণ পদ্মা সেতু সম্পন্ন করা নয়। এখান থেকে ১০% যে ঘুষ পাওয়া যাবে, সেটা ছিল মূল উদ্দেশ্য।’
তোষামদী করতে খালেদা ভারত সফর করেছেন—প্রধানমন্ত্রীর এ বক্তব্যের তীব্র সমালোচনা করে ব্যারিস্টার মওদুদ বলেন, বিএনপি নেতা ভারত সরকারের আমন্ত্রণেই দেশের স্বার্থে সফর করেছে।
তিনি আরো বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আমাদের নেত্রী খালেদা জিয়া ভারতে গিয়েছিলেন তেল মারতে। আমার বন্ধু সালাউদ্দিন কাদের থাকলে এর খুব সুন্দর একটা জবাব দিত। কিন্তু আমার মুখ দিয়ে তো ওই ধরনের শব্দ বের হবে না। শুধু এইটুকু বলি, বেগম খালেদা জিয়া তেল মারার জন্য যাননি। দেশের স্বার্থ রক্ষা করার জন্য গেছেন।