বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের খেলোয়াড়দের বৃহস্পতিবার নিলাম হচ্ছে।
হোটেল র্যাডিসনে সকাল ১১টা থেকে শুরু হওয়া এই নিলাম পরিচালনা করবেন অস্ট্রেলিয়ান নাগরিক সাইদাস মাডাল।
বুধবার সন্ধায় বিপিএলের দ্বিতীয় আসরের সামগ্রিক ব্যবস্থাপনা ও খেলোয়াড় নিলামের বিষয়ে বিপিএল সদস্য সচিব ডা. এ আই এইচ মল্লিক জানান যতটুকু সময় তারা পেয়েছেন, সেই অনুযায়ী সব প্রস্তুতিই সম্পন্ন করেছেন।
নিলামের প্রস্তুতি সম্পর্কে বলেন ডা. মল্লিক বলেন, ‘প্রস্তুতির জন্য আমরা কিন্তু খুব বেশি সময় পাই নি। তারপরও আমরা বিপিএল আয়োজনে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছি। মঙ্গলবার আমরা ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসেছিলাম। পরে আমরা সব ফ্র্যাঞ্চাইজি মালিক, গেমঅন ও বিপিএল গভর্নিং কাউন্সিল মিলে মিটিং করেছি। এই মিটিংয়ে আমরা কালকের নিলাম নিয়ে একটা পরিকল্পনা করেছি। সেই অনুযায়ী আগামিকাল নিলাম করা হবে।’
একটি আসর চলে গিয়ে আরেকটি আসরের জন্য খেলোয়াড় নিলাম শুরু হলেও, এখনো ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তি হয়েছে কি-না, এই প্রশ্নের জবাবে ডা. মল্লিক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তির ব্যাপারটা প্রায় শেষ পর্যায়ে। কাল থেকে আমরা চুক্তি স্বাক্ষর শুরু করবো। খুব বেশি দেরি হলে ২২ তারিখের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়ে যাবে।’
প্রথম আসরের বকেয়া সম্পর্কে ডা. মল্লিকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বিদেশি খেলোয়াড়দের সব পাওনাই পরিশোধ হয়েছে। আম্পায়ারসহ অন্যান্য স্টাফদের পাওনা বাকি নাই। দেশীয় খেলোয়াড়দের যেটুকু পাওনা বাকি আছে, সেটা এ মাসের ৩০ তারিখের মধ্যে অবশ্যই পরিশোধ হবে।’
সিলেট রয়ালসের মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে বলে যে সংবাদ পাওয়া গিয়েছিল, সে সম্পর্কে ডা মল্লিক বলেন, ‘সিলেট রয়ালসের ব্যাপারে গেমঅন ছাড়পত্র দিয়েছে। ওদের একজন এসে আমার সঙ্গে দেখাও করেছে। আগামিকাল সিলেট রয়ালস নিলামে যাচ্ছে।’
সিলেট রয়ালসের ব্যাপারে বিপিএলের আয়োজক প্রতিষ্ঠান গেমঅনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন গাঙ্গুলির কাছে জানতে চাওয়া হলে ডা. মল্লিকের কথার সূত্র ধরে তিনি বলেন, ‘সিলেট রয়ালসের শেয়ার হোল্ডারদের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। তবে তারা কাল নিলামে অংশগ্রহণ করছে।’
মঙ্গলবার খেলোয়াড়দের যে তালিকা বিপিএল কমিটি প্রকাশ করে তার সঙ্গে আরও অনেক ক্রিকেট তারকা আগামিকালের নিলামে অংশ নেবে বলে উল্লেখ করেন ডা. মল্লিক। ‘কালকের নিলামে আরও বড় কিছু তারকা যুক্ত হবে। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছেন। তারা অনেক খেলোয়াড়ের ছাড়পত্র দিয়েছে।’
তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, ল্যাসিথ মালিঙ্গাসহ অন্যান্য দেশের অনেক তারকা ক্রিকেটার যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দেন ডা. মল্লিক। ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ক্রিস গেইল সম্পর্কে বলেন ‘গেইল অসুস্থ। তবে মারলন স্যামুয়েলকে আমরা নিলামে রেখেছি। ও সেমিফাইনাল ও ফাইনালে খেলতে পারে।’
সব দেশের ক্রিকেটার থাকলেও, বিপিএলে কেন ভারতীয় ক্রিকেটার নেই, এ সম্পর্কে গেমঅনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন গাঙ্গুলির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কখনো ভারতীয় ক্রিকেটারদের বিশ্বের কোথাও টি-টোয়েন্টি ক্রিকেট খেলার অনুমতি দেয় না। এটা তাদের পলিসি।’
প্রথম আসর বলে গতবারের ভুলত্রুটিগুলোর এবার আর পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করেন গেমঅনের ব্যবস্থাপনা পরিচালক। ‘প্রথমবার এমন একটি বড় আয়োজন হওয়ায় অনেক ভুলভ্রান্তি ছিল। ভুলগুলো শুধরে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩