আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


রংপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বাংলাদেশ টাইমসঃ রংপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে কর্পোরেশনের ১৭৮ টি ভোটকেন্দ্রের ১ হাজার ৭০ টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই প্রায় প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। প্রচন্ড শীতের মধ্যেই ভোটকেন্দ্রে চাদর ও শীতকাপড় মুড়ি দিয়ে হাজির হয়েছেন ভোটাররা।

সহকারী নির্বাচনী কর্মকর্তা আজিজুল ইসলাম জানিয়েছেন, ভোটগ্রহণ শেষ হবে বিকাল ৪ টায়। সেসময় লাইনে অপেক্ষমান ভোটাররাও ভোট দিতে পারবেন।

এবারে সিটি কর্পোরেশনের মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ১২৮ জন ও নারী ১ লাখ ৭৯ হাজার ৬১৪ জন।

নির্বাচনে মেয়র প্রার্থী ১২ জন, ৩৩ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ৩২৭ জন ও ১১ টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯১ জন পার্থী লড়াই করছেন।

এদিকে, সিটি কর্পোরেশনের ১৭৮ টি কেন্দ্রের মধ্যে ১৪০ টিকেই ঝুকিপূর্ণ বলে বিবেচিত করা হচ্ছে। রির্টানিং অফিসার মনিরুল ইসলাম জানিয়েছেন, এগুলোর চারপাশেই সবসময় সতর্ক নজর রয়েছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর। এছাড়াও প্রতিটি কেন্দ্রেই ৭ জন অস্ত্রধারী পুলিশ ও আরও ২৪ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী এলাকা জুড়ে পুলিশের পাশাপাশি রয়েছে র‌্যাব ও বিজিবি সদস্যরাও। সহকারী জেলা ম্যাজিস্ট্রেট মোহম্মাদ শহীদুল ইসলাম জানিয়েছেন নির্বাচনের দিন ভোর থেকেই মোট ৫১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছে। যে কোনো স্থানে অনিয়মের অভিযোগ পেলে এই আদালতগুলো সেগুলো খতিয়ে দেখবে এবং তাৎক্ষনিক শাস্তি দেবে।

এরআগে বুধবার মধ্যরাত থেকেই শহর জুড়ে সক্রিয় ভূমিকা পালন করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রংপুর জেলা পুলিস সুপার সালেহ মোহমম্মদ তানভীর জানিয়েছেন, যে কোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে দায়িত্ব পালন করছে স্ট্রাইকিং ফোর্স। [টাইমস রিপোর্ট/খালেদ সাইফুল্লাহ]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!