নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আলহাজ হারুন অর রশীদ তালুকদারকে গ্রেফতারের প্রতিবাদ, নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ শুক্রবার বিকেলে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখ থেকে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা মোড় চত্বরে এসে রশীদ তালুকদারকে গ্রেফতারের প্রতিবাদে সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। সমাবেশে হারুন অর রশীদ তালুকদারের মত সৎ ও ত্যাগী নেতাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করাসহ বক্তারা বলেন, রশীদ তালুকদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত নিঃশর্ত মুক্তি না দিলে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন আরো কঠোর কর্মসূচীর ঘোষণা দিবে।
অপর দিকে আলহাজ হারুন অর রশীদ তালুকদারকে গ্রেফতারের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে উপজেলার বড়শিলা এবং মির্জাপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত শনিবার (১৭ মার্চ) উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামকে ছুরিকাঘাতের ঘটনার মামলায় আজ শুক্রবার দুপুরে রশীদ তালুকদারকে আটক করে র্যাব।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩