দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস এবং যুক্তরাষ্ট্রের অ্যাপল করপোরেশন স্মার্টফোনের বিভিন্ন প্রযুক্তিগত পেটেন্ট নিয়ে মামলায় জড়িয়ে আছে। স্যামসাংয়ের তৈরি স্মার্টফোন যুক্তরাষ্ট্রে বিক্রির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপে অ্যাপলের আরজি খারিজ করে দিয়েছেন আদালত।
যুক্তরাষ্ট্রের জেলা বিচারক লুসি কোহ এ আবেদন খারিজ করে দেন। স্যামসাংয়ের অপেক্ষাকৃত পুরনো ২৬টি মডেলের স্মার্টফোনের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের জন্য লুসি কোহর কাছে আবেদন করে অ্যাপল করপোরেশন।
গত আগস্ট মাসে আইফোন ও আইপ্যাড নকলের দায়ে অ্যাপলকে ১০৫ কোটি ডলার জরিমানা দিতে স্যামসাংকে নির্দেশ দিয়েছিলেন আদালত।
বিচারিক আদেশে লুসি জানান, অ্যাপলের পেটেন্টগুলোর কারণেই যে আইফোনের চাহিদা বেড়েছে, এমন পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি মার্কিন প্রতিষ্ঠানটি। ক্রেতাদের হাতে পৌঁছানো সেলফোনগুলোর বক্সে প্রচুর ফিচারের কথা উল্লেখ আছে, যার বেশির ভাগই অ্যাপলের নিজস্ব পেটেন্ট নয়।
অন্যদিকে স্যামসাংয়ের দাবি, জুরিরা অহেতুক অ্যাপলের প্রতি সহমর্মী ছিলেন। তারা সব যুক্তিপ্রমাণ সঠিকভাবে বিবেচনা না করেই অ্যাপলের পক্ষে একচেটিয়া রায় দিয়েছিলেন।