কে এম মিঠু, গোপালপুর :
“মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ পালিত হয়েছে।
শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ ৬ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ের সম্মুখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম রুমী, কৃষি অফিসার শফিকুর রহমান, সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, ইনস্ট্রাক্টর (ইউআরসি) মো. আব্দুস সেলিম, একাডেমিক সুপারভাইজার কামরুন্নাহার, সহকারী শিক্ষা অফিসার মাশহুদ করিম, হুমায়ুন কবীর, শাহনাজ ফারজানা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুখলাল দাস, সম্পাদক গোলাম রব্বানী, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল করিম, সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমূখ।
র্যালি এবং আলোচনায় সভায় উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিকসহ প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিল।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩