নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডের শশ্মানের কালী মন্দিরের কালী মূর্তি ভাংচুরের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে এক প্রতিবাদ সভা গতকাল বুধবার মধুপুর পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শশ্মান কালী মন্দিরের সভাপতি সুবল চন্দ্র সাহা, সম্পাদক অলক কুমার চৌধুরী, মধুপুর কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, নিত্যানন্দ সেবা, আশ্রমের সদস্য সাধন চন্দ্র মজুমদার, চাড়ালজানি দূর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি গূহ নিয়োগী রাণা, মদন গোপালদেব বিগ্রহ মন্দিরের সদস্য উত্তম কুমার সিংহ, শিক্ষক সুবোধ চন্দ্র সরকার, সুনীল চন্দ্র মজুমদার, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী প্রমুখ।
বক্তারা মধুপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাতে দুবৃর্ত্তরা ওই মন্দিরের কালীমূর্তি ভাংচুর করে। পর দিন মধুপুর থানায় মামলা দায়ের হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩