নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার জড়িত সকল আসামির দ্রুত বিচারের দাবি জানানোর মধ্য দিয়ে গোপালপুরে ফারুক আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে গোপালপুর পৌরসভাস্থ ৬ ও ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে ডুবাইল বাজারে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অংশ নেন, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সমপাদক ও পৌরকাউন্সিলর আব্দুস সালাম, গোপালপুর বাসকোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আজাদ, ডুবাইল বাজার বণিক সমিতির সভাপতি আবুল কাশেম, গোপালপুর শহর আওয়ামী যুবলীগের যুগ্মআহবায়ক রাসেল কবীর, শহর ছাত্রলীগের যুগ্মআহবায়ক ইকবাল হোসাইন, গোপালপুর কলেজ ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমানসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩