কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরের কৃতি সন্তান বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার প্রয়াত শেখ শওকত জোবায়ের সিজার এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জানুয়ারী (মঙ্গলবার) পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর পরিবারের পক্ষ থেকে ঢাকাস্থ মরহুমের কবর জিয়ারত, দিনব্যাপী কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রয়াত শেখ শওকত জোবায়ের সিজার গোপালপুর উপজেলার মিশ্রপট্রি গ্রামের অধিবাসী ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, সামছুন নাহার টিটি কলেজের প্রাক্তন উপাধক্ষ্য, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ড. শেখ জিনাত আলীর বড় ছেলে। তাঁর ছোট ভাই শেরে বাংলা নগর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. শেখ শওকত জামিল। গতবছরের এই দিনে আকস্মিকভাবে শেখ শওকত জোবায়ের সিজার মৃত্যুবরণ করেন।
স্কোয়াড্রন লিডার প্রয়াত শেখ শওকত জোবায়ের সিজার এর মৃত্যুবার্ষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফেরাত কামনাসহ সকলের কাছে আন্তরিক দোয়া প্রার্থণা করেছেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩