রুবেল আহমেদ, বিশেষ সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণাধীন ঐতিহাসিক স্থাপনা ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ পরিদর্শনকালে দক্ষিণ পাথালিয়া গ্রামকে মিনি বাংলাদেশে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন এননটেক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনুস বাদল।
গতকাল সোমবার বেলা ৩টায় হেলিকপ্টারযোগে তিনি ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদের সার্বিক কাজের অগ্রগতি পরিদর্শনসহ নির্মাণ কাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম ও এননটেক্স গ্রুপের পরিচালক আনোয়ারুল ইসলাম ফেরদৌস।
আলহাজ্ব মো. ইউনুস বাদল মসজিদ পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় ঘোষণা দেন, গ্রামবাসীসহ সকলের সার্বিক সহযোগিতা পেলে ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদের নির্মাণের স্থান দক্ষিণ পাথালিয়া গ্রামকে তিনি মিনি বাংলাদেশে রূপান্তরিত করবেন। এ গ্রামে শিল্পকারখানা স্থাপন করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এবং দক্ষিণ পাথালিয়া গ্রাম হবে বাংলাদেশের অন্যতম পর্যটন শহর। তিনি আরও বলেন, দেশ-বিদেশ ঘুরে আমার পর্যটন বিষয়ক সকল অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখানে স্থাপনা তৈরি করা হবে, যা দেশ-বিদেশের লক্ষ মানুষ এসব স্থাপনা দেখতে আসবে।
এসময় গ্রামবাসী সমস্বরে সকল কাজে আলহাজ্ব মো. ইউনুস বাদকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, শিল্পপতি আলহাজ্ব মো. ইউনুস বাদল গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদারের সহযোগিতায় হেমনগর ইউনিয়নের যমুনা নদীবর্তী এলাকা সোনামুই চরাঞ্চলে শিল্পকারখানা গড়ে তোলার জন্য ইতোমধ্যে জমি খরিদ করেছেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩