নীতি নিয়ে কথা বলিস
নীতির ছাঁয়াতেই দিন চালাচ্ছিস
তুই আবার কে?
চারদিকে মানবতা থমকে যখন
নীতির পিছে তুই একলা তখন!
ক্ষুদার রাজ্যে সবই তুচ্ছ
তোর কি তাতে ক্ষুদার্তদের আর্ত?
সার্থ ছাড়া হয় না কিছু
সবাই চলে অর্থের পিছু,
অসহায়ের পেটে দিয়ে লাথি
দামী খাবারে তুই বানাচ্ছিস চর্বিভুড়ি।
নীতি দেখিয়ে বড় কথা
‘গরীব মরুক নেই ব্যথা’
এই তোর নিতি কথা?
ধর্ষিত হয় কিশোরী যখন
বলিস তুই এসবই গুজব,
জাতী আর মানবতার মান
তোর মূল্যবোধ তাই আসবে কিসে?
তোর মুখের নীতি বাচালতা
রক্ত হয়ে ভিজে দেয় নীতিপাতা
‘বেকারদের জন্যই
সমাজটা আজ এলোমেলো’
এসব নীতি কথা বাদ ফেলে চল-
সব বেকারদের কর্ম দিয়ে
সোজা পথে চলি।
তুই আবার কে?
নীতি নিয়ে কথা বলছিস?
অসহায় পথশিশুর খোজ নিয়েছিস?
শীতে ওরা কতটা কাতর তা দেখেছিস?
তোর তো সবই আছে
একটু ওদের দিয়ে দেখিস।
তুই সরকারি অনুদানে চলিস,
জীবন নীতি শিখে আসিস-
তারপরই তুই নীতির কথা বলিস।
তুই আবার কে?
নীতি নিয়ে কথা বলিস?
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩