কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) :
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আজ বৃহস্পতিবার পৌর শহরের আনন্দময়ী দেবমন্দির প্রাঙ্গনে হিন্দু খৃস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালপুর শাখার সভাপতি মুক্তিযোদ্ধ সমরেন্দ্র নাথ সরকার বিমল। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সম্পাদক কিশোর কুমার দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ দে মঙ্গল, সম্পাদক সুভাষ চন্দ্র কুন্ডু, বাবু চিত্তরঞ্জন, অভিজিত দে নিন্টু প্রমুখ। বক্তারা মসজিদ নিয়ে কটুক্তি করার নিন্দা, কটুক্তিকারীর শাস্তি দাবী জানানোর পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা করছে বলে অভিযোগ করেন।
উল্লেখ্য, মসজিদ নিয়ে কটুক্তি করার ঘটনায় গোপালপুর থানায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ওই শিক্ষা প্রতিষ্ঠান শাখা ছাত্রলীগ নেতা বিলাস পালকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩