পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তার হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তার নাম এএসআই মো. আবদুল মালেক।
টাঙ্গাইল বাইপাস সড়কে সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সদর হাসপাতাল সূত্র জানায়, ছুটি নিয়ে মোটরসাইকেলে তিনি গ্রামের বাড়ি টাঙ্গাইল যাচ্ছিলেন। পথে ৪-৫ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এক পর্যায়ে তার উপর হামলা চালায় দুবৃত্তরা। লাঠি দিয়ে উপুর্যপূরী আঘাত করে তার বাম হাতের মধ্যমা আঙ্গুল ও কবজি কেটে দেয় দুর্বৃত্তরা।
পরবর্তীতে তার কাছে থাকা একটি ল্যাপটপ, নগদ পাঁচ হাজার টাকা ও মোটরসাইকেলটি নিয়ে দ্রম্নত পালিয়ে যায়।
সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩