নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামে আনোয়ার হোসেন (৩০) নামক এক প্রতিবন্ধী যুবককে খুঁটির সাথে বেঁধে অমানুষিক নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় প্রতিবন্ধী যুবকের বাবা আব্দুল মমিন ধনবাড়ী থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, গত সোমবার দুপুরে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে পাইস্কা বাজারের ট্রাঙ্কপট্রি মোড়ের আলমগীর হোসেন চোর সন্দেহে বাকপ্রতিবন্ধী আনোয়ারের পথ আটকায়। জিজ্ঞাসাবাদে কথাবার্তা বলতে না পারায় তাকে খুটির সাথে বেঁধে মারপিট করা হয়। মারপিটে অংশ নেয় বিল পাইস্কা গ্রামের সন্ত্রাসী আয়নাল ও জয়নাল এবং আমণগ্রামের সুজন। তারা লোহার রড দিয়ে পিটিয়ে বাকপ্রতিবন্ধী আনোয়ারের হাতপা ভেঙ্গে দেয়। এক পর্যায়ে আনোয়ার অজ্ঞান হয়ে পড়লে নির্যাতনকারিরা চম্পট দেয়। পরে আশপাশের লোকজন আনোয়ারকে উদ্ধার মধুপুর হাসপাতালে ভর্তি করে।
আহতের বাবা আব্দুল মমিন জানান, মধুপুর হাসপাতালের ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য আনোয়ারকে ঢাকার পঙ্গু হাসপাতালের স্থানান্তরের কথা বলেছেন। কিন্তু টাকা পয়সার অভাবে আনোয়ারকে সেখানে নেয়া যাচ্ছেনা।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বর্বর নির্যাতনের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩