নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরে ২০১ পিস ইয়াবা ও ১ গ্রাম হিরোইনসহ যুবলীগ নেতা ও গোপালপুর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আজাদকে টাঙ্গাইল ডিবি পুলিশ ও গোপালপুর থানা পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, টাঙ্গাইল ডিবি পুলিশ ও গোপালপুর থানা পুলিশের একটি দল আজ মঙ্গলবার সকাল ১১টায় পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক বিক্রির সময় মাদক ব্যবসায়ী আশরাফুজ্জামান আজাদকে ২০১ পিস ইয়াবা ও ১ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় গোপালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩