একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহানসহ ইসলামী ছাত্রী সংস্থার ২১ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর বড় মগবাজার
৪৯৩ নম্বর গ্রিনভ্যালি অ্যাপার্টমেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় বিপুল পরিমাণ ইসলামিক বই ও ছাত্রী সংস্থার কর্মকান্ড সংক্রান্ত নথিপত্র এবং দুইটি কম্পিউটার জব্দ করেছে পুলিশ।
রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জাস্ট নিউজকে জানান, রাষ্ট্রদ্রোহী কর্মকান্ড পরিচালনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।