কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি পৌর শাখার সম্মেলন আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় শাখার যুগ্মসাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কে এম আবদুস সালাম।
বক্তব্য রাখেন পৌর মেয়র রকিবুল হক ছানা, জেলা মহিলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসরিন জাহান খান বিউটি, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, মুক্তিযোদ্ধা সমরেন্দ্র সরকার, মিনহাজ উদ্দীন, গোপালপুর শহর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। সম্মেলনে মরিয়ম আক্তার মুক্তাকে সভাপতি এবং মামুনকে সম্পাদক করে কমিটি গঠন করা হয়। উল্যেখ এর আগে সম্মেলনের মাধ্যমে উপজেলার নগদা শিমলা ও হাদিরা ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩