নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুর থানা কমিউনিটি পুলিশিং এর প্রতিনিধি সম্মেলন গত বুধবার ২ আগস্ট থানা চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) রামানন্দ সরকার। প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার মাহবুব আলম।
বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, কমিউনিটি পুলিশিং টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, কমিউনিটি পুলিশিং গোপালপুর শাখার সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, ওসি হাসান আল মামুন, নারী নেত্রী শামীমা ইয়াসমিন ঝর্ণা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।
পরে কমিউিনিটি পুলিশিং এর নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩