নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ প্রায় পাঁচশত শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন গোপালপুর-ভূঞাপুরের সাংসদ খন্দকার আসাদুজ্জামানের পুত্র বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সহসম্পাদক, বিশিষ্ট সমাজসেবক খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)।
উপজেলার অর্জূনা ইউনিয়নের বেশ কয়েকটি বন্যা কবলিত গ্রামের হতদরিদ্র পাঁচশত পরিবারের মাঝে সোমবার উপজেলার কুঠিবয়ড়া বাজারে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে তিনি স্থানীয়দের আয়োজনে কুঠিবয়ড়া বাজারে একটি পথসভায় করেন। উক্ত পথসভায় বক্তব্যে খন্দকার মশিউজ্জামান রোমেল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত মধ্যম আয়ের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে আসন্ন সংসদ নির্বাচনে গোপালপুর-ভূঞাপুর (টাঙ্গাইল-২) আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পথসভায় গোপালপুর-ভূঞাপুর উপজেলা এবং অর্জূনা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩