নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলে সাংস্কৃতিক অঙ্গনে সর্বজন পরিচিত মুখ, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব, নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার সভাপতি, সাপ্তাহিক পাপিয়া’র সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক পাপিয়া সেলিম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল ৮ জুলাই শনিবার রাত সাড়ে ১০টায় টাঙ্গাইলস্থ তার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। মরহুমার প্রথম জানাযা নামাজ আজ রবিবার সকাল ৯টায় টাঙ্গাইল শহরের কোর্ট মসজিদ মাঠ প্রাঙ্গন এবং জোহরবাদ তার গ্রামের বাড়ী গোপালপুর উপজেলার হেমনগরে দ্বিতীয় জানাযা নামাজ শেষে সড়ক দূর্ঘটনায় তার অকাল প্রয়াত সন্তান পিমনের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে মরহুমার পারিবারিক সূত্রে জানা যায়।
পাপিয়া সেলিম দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পাপিয়ার এ অকাল মৃত্যুতে টাঙ্গাইলের সাংবাদিক মহল ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা, নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখা, টাঙ্গাইল ও গোপালপুর প্রেসক্লাব, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র ও পুত্রবধুসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩