:: শরাফত হোসেন ::
অনেকদিন দুজনের একসাথে বৃষ্টি ভেজা হয় না
হয়তো হয়, তার খবর কে রাখে ?
সময় আমাদের জানতে দেয় না|
কিন্তু বৃষ্টি তো জানে
সে কেন আমাদের ছুঁয়ে যায়
সময়ে-অসময়ে জানে আসমান
ঘরের খবর পরে জানে, অথচ
জানা হয় না তোমার-আমার
বৃষ্টি এলেই তোমাকে মনে পড়ে
হাত বাড়িয়ে ছুঁয়ে যাই জলকণা
তুমিও বৃষ্টির রাতে আমাকে ভাবো
আবিষ্কার কর অন্য তোমাকে-আমাকে
অথচ বৃষ্টি তা জানে না
জানে না আমিও কেন বৃষ্টি ছুঁয়ে যাই
তুমি তো জানো, তবে এক্ষুণি চোখ বন্ধ করো
চলো আজ দুজনে বৃষ্টিতে ভিজি।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩