ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গেড়াখোলা নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ পুলিশ সুপার মো: মিজানুর রহমান জানান,
রোববার দুপুর দুইটার দিকে ঢাকা থেকে খুলনাগামী রুমিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংগে ঢাকাগামী একটি চাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৩ জন মহিলা ও ২ জন শিশু মারা যায়। তবে নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লে: কর্ণেল ফারুখ খান এবং জেলা প্রশাসক খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩