আজ || মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মুক্তিপনের দাবিতে অপহৃত শিশুর গলিত লাশ কালিয়াকৈর থেকে উদ্ধার; গ্রেফতার ২       গোপালপুরের মোহনপুরে পোস্টঅফিসের ঘর না থাকায় ভোগান্তি       গোপালপুরে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সংবর্ধনা       গোপালপুরে আওয়ামীলীগ নেতা আব্দুল মোমেন গ্রেফতার; ফাঁসির দাবিতে মিছিল       গোপালপুরে ডেইরি ফার্ম মালিক ও আইএফআইসি ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়       গোপালপুর উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির কমিটি গঠন       বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার সুযোগ কাজে লাগাতে হবে -ইলিয়াস হোসেন       গোপালপুরে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত       গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা       গোপালপুরে ১০ম গ্রেড প্রদানের দাবিতে শিক্ষকদের মানববন্ধন    
 


চলচ্চিত্র অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ট্র্যাব বিজয় দিবস সম্মাননায় ভূষিত হন চিত্রনায়িকা শাবনূর

বাংলাদেশটাইমসডটনেটঃ চলচ্চিত্র অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ট্র্যাব বিজয় দিবস সম্মাননায় ভূষিত হন চিত্রনায়িকা শাবনূর। তার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। মন্ত্রী পুরস্কার দিয়ে গিয়ে শাবনূরের ব্যাপক প্রসংশাও করেন। ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের

সুরমা হলে মুক্তিযুদ্ধের আলোচনা ও ট্র্যাব বিজয় দিবস সম্মাননা-২০১২ প্রদান করা হয়।

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, বাচসাস সভাপতি আবদুর রহমান, সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান ও ডিপিবিএল গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীন চৌধুরী। ট্র্যাব সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীরের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে।

সাংবাদিক অভি চৌধুরীর উপস্থাপনায় মুক্তিযুদ্ধ দিয়ে অনুষ্ঠানের প্রথম ভাগে আলোচনা শুরু হয়ে বিজয় দিবস দিয়ে শেষ হয়।

দ্বিতীয় ভাগে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু, নারী মুক্তিযোদ্ধা কমান্ডার আশা লতা বৈদ্য, সাংবাদিক সলিম উল্যা সেলিম ও ডা. আবদুল মবিন।

এছাড়াও সাংবাদিকতায় আবদুর রহমান, সমাজসেবায় জয়নাল আবেদীন চৌধুরী, সংস্কৃতিতে তারানা হালিম এমপি, চলচ্চিত্র প্রযোজনায় আব্বাস উল্লাহ, চলচ্চিত্র অভিনয়ে শাবনূর, সঙ্গীতে শফিউদ্দিন শিকদার, অনুষ্ঠান নির্মাণে আনজাম মাসুদ, খন্দকার ইসমাইল, মতিউর রহমান মাইকেল, আবাসন শিল্পে সৈয়দ হোসেন সৈকত, কৃষি ক্ষেতে মিজানুর রহমান রুবেল।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!