চলতি মাসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন না দিলে তার মুক্তির দাবীতে নতুন কর্মসূচী দেবে প্রধান বিরোধী দল বিএনপি।
রোববার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরাস্থ বাসভবনে তার স্ত্রী রাহাত আরা বেগমকে শান্তনা দিতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ একথা বলেন। আইনী প্রক্রিয়ায় মির্জা ফখরুলের ২/১ দিনের মধ্যে নিম্ন আদালতে জামিন না হলে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি। তবে কি ধরণের কর্মসূচী দেয়া হবে তা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব বিভিন্ন মামলায় কারাগারে থাকায় কাউকে সে দায়িত্ব দেয়ার কথা বিএনপি ভাবছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে মওদুদ বলেন, এ বিষয়ে দলীয় ফোরামে কোন আলোচনা হয়নি। মির্জা ফখরুলই আপাতত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ড. খন্দকার মোর্শারফ হোসেন, এম কে আনোয়ার ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক উপস্থিত ছিলেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩