নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নারায়ন শর্মা (৪৫) নামে এক নরসুন্দর খুন হয়েছেন। তিন এ উপজেলার নল্লা বাজারের কালিপদ শর্মার ছেলে। নল্লা বাজারের নিজস্ব সেলুনে তিনি কাজ করতেন।
নিহতের স্ত্রী লক্ষী রাণী জানান, গত বুধবার সন্ধ্যায় বাচ্চার সেন্ডেল কেনার কথা বলে ধনবাড়ী উপজেলা শহরে আসেন। রাতে আর বাড়ি ফেরেননি। আজ বৃহস্পতিবার সকালে পাইস্কা ইউনিয়নের হারিনাতেলী গ্রামের শেরিভিটা নামক স্থানে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ধনবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান জানান, নারায়ন শর্মা মাদক মামলায় ৩ মাস জেলহাজতে থাকার পর গত ১৩ জুন জামিনে আসেন। খুনের কারণ জানাতে তŤপরতা চলছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩