কে এম মিঠু, গোপালপুর : বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী টাঙ্গাইলের গোপালপুর শাখা গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা নতুন পৌরসভা সংলগ্ন বাংলাদেশ কৃষক সমিতি গোপালপুর উপজেলা শাখা কার্যালয়ে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী টাঙ্গাইল জেলা সংসদের সভাপতি অধ্যাপক দেবাশীষ দেব।
বিকশিত নারী নেত্রী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আনজু আনোয়ারা ময়নার উপস্থাপনায় উদীচীর গঠনতন্ত্রের আলোকে উদীচীর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্যে রাখেন উদীচী শিল্পী গোষ্ঠী টাঙ্গাইল জেলা সংসদের সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মেদ। আলোচনায় অংশ গ্রহন করেন শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, অধ্যাপক অমূল্য বৈদ্য, উদীচী শিল্পী গোষ্ঠী টাঙ্গাইল জেলা সংসদের সহ-সভাপতি সন্তোষ কুমার দত্ত, সাবেক পৌর কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, সুজন সম্পাদক মাহবুবুর রেজা সরকার আতিক প্রমূখ।
অপরদিকে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক মুহাম্মদ সাইফুল ইসলামকে সভাপতি ও আনজু আনোয়ারা ময়নাকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উদীচী গোপালপুর শাখা কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন, সহ-সভাপতি মাহবুবুর রেজা সরকার আতিক, মো. এনামুল হক, কমরেড হাবিব মন্ডল। সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক কে এম মিঠু, ডা: অমৃত দেবনাথ। কোষাধ্যক্ষ লিটন সরকার, সম্পাদক সঙ্গীত শিল্পী রতন ঘটক, স্বপ্না দেবনাথ, সাইদুল ইসলাম দীপু, আতাউর রহমান মিটুল, ধরিত্রী। মো. রফিকুল ইসলাম মুকুল, নূরে মাকসুদ সোহেল, মাহবুবা সুলতানা আঁখি, রনি সাহা, সেলিনা লাভলী, নিত্যানন্দ সাহা নিতাই ও সেলিম হোসেন সদস্য এবং জাতীয় পরিষদের সদস্য হিসেবে মুহাম্মদ সাইফুল ইসলামকে নিযুক্ত করা হয়।
কমিটি গঠন পর্ব শেষে উদীচীর গঠনতন্ত্র অনুযায়ী কমিটির উপদেষ্টামন্ডলী ও সদস্যবৃন্দকে শপথবাক্য পাঠ করান উদীচী শিল্পী গোষ্ঠী টাঙ্গাইল জেলা সংসদের সভাপতি অধ্যাপক দেবাশীষ দেব।